গোপন খবরের ভিত্তিতে  ৫ টি মহিষ উদ্ধার 

নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ৭ মার্চ:  মহিষ আটক করল ইরানি থানার পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যাবেলা হীরাছড়া এলাকায়  গভীর জঙ্গলের মধ্যে তল্লাশি চালিয়ে পাঁচটি মহিষ উদ্ধার করে। 

উক্ত বিষয় নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ইরানি থানার ওসি যতীন্দ্র দাস বলেন আজ বিকেল বেলা। ইরানি থানার পুলিশের কাছে গোপন সূত্রে খবর আসে যে ডেপাছরা থেকে পাঁচটি মহিষ বাংলাদেশে পাচার করার উদ্দেশ্যে পাচারকারীরা হীরাছরার দিকে নিয়ে আসছে।, পরবর্তী সময় পুলিশ হীরাছড়া এলাকায় ছুটে যায়। 

প্রায় ২ ঘন্টা হীরাছড়া এলাকায় একটি গভীর জঙ্গলের মধ্যে তল্লাশি চালিয়ে পাঁচটি মহিষ উদ্ধার করতে সক্ষম হয় ।পরবর্তী সময় সেই মহিষ গুলি উদ্ধার করে ইরানি থানায় নিয়ে আসে ।বর্তমানে সেই মহিষ গুলি ইরানি থানার হেফাজতে রয়েছে। যদিও কোন পাচারকারীকে ধরতে পারেনি ইরানি থানার পুলিশ। 

 পুলিশের অনুমান সেই মহিষগুলি অবৈধভাবে ভারত থেকে পাচারকারীরা বাংলাদেশে পাচার করার উদ্দেশ্যে নিয়ে এসেছিল। আগামী দিনেও এ ধরনের অভিযান জারি থাকবে বলে জানান ইরানি থানার ওসি যতীন্দ্র দাস।