শান্তিরবাজারে স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন মুখ্যমন্ত্রী ও ক্রীড়ামন্ত্রী

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৬ মার্চ।। শান্তিরবাজার দ্বাদশ শ্রেণী স্কুল কমপ্লেক্সে স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপিত হতে যাচ্ছে আগামী ১০ মার্চ। ‌ ঐদিন বিকেল পাঁচটায় রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা এই স্টেডিয়ামের তথা গ্র্যান্ড স্ট্যান্ড ও গ্যালারির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। অনুষ্ঠানে ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের মন্ত্রী টিংকু রায় সহ অন্যান্য নেতৃবৃন্দও উপস্থিত থাকবেন। উল্লেখ্য এর আগে শান্তির বাজারে ইউনিটি পার্ক-এর আনুষ্ঠানিক উদ্বোধন হবে।  সামগ্রিক অনুষ্ঠান উপলক্ষে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হবে। এদিকে এই স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানকে সাফল্যমন্ডিত করে তোলার লক্ষ্যে সাত সদস্য বিশিষ্ট একটি অর্গানাইজিং কমিটি এবং পাঁচটি পৃথক পৃথক সাব কমিটিও গঠন করা হয়েছে। দক্ষিণ ত্রিপুরা শান্তির বাজারের এসডিএম এ বৈদ্য এক বিজ্ঞপ্তি মূলে সংশ্লিষ্ট সকলকে আমন্ত্রণ জানিয়েছেন।