আগরতলা, ৬ মার্চ : রাজ্যে চুরির ঘটনা ক্রমাগত বৃদ্ধি পেয়েই যাচ্ছে। চুরির ঘটনার ফলে মানুষ আতঙ্কে দিন কাটাছেন। এরই মধ্যে গতকাল গভীর রাতে বিজয় কুমার চৌমুহনীস্থিত জয় রাম মেডিক্যাল স্টোরে হাত সাফাই করল চোরের দল।
দোকান মালিক সোমজিৎ পাল জানিয়েছেন, প্রতি দিনের মতো গতকাল রাত সাড়ে ১০টা নাগাদ দোকান লাগিয়ে বাড়ি চলে গিয়েছিলেন তিনি। আজ সকালে দোকান খুলতে গিয়ে তিনি দেখতে পেয়েছেন দোকানের দরজা ভাঙা রয়েছে। সাথে সাথে পুলিশকে খবর পাঠিয়েছেন।
তিনি আরও জানিয়েছেন, চোরের দল হানা দিয়ে নগদ ৪০ হাজার টাকা সহ প্রায় দেড় লক্ষ টাকার বিভিন্ন সামগ্রী নিয়ে পালিয়েছে।