আগরতলা, ৬ মার্চ : লাইনম্যান এবং হেলপাররাই এই দপ্তরের পরিষেবা সম্পর্কিত কাজের মূল কারিগর। আজ ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগমের কর্পোরেট কার্যালয়ে অনুষ্ঠিত লাইনম্যান দিবসে একথা বলেন বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ।
প্রসঙ্গত, বিদ্যুৎ সুরক্ষা সপ্তাহে আজ ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগমের কর্পোরেট কার্যালয়ে অনুষ্ঠিত লাইনম্যান দিবসে প্রত্যেক লাইনম্যান ,হেল্পার সহ বিদ্যুৎ নিগমের সমস্ত স্তরের কর্মীদের সুস্বাস্থ্য কামনা করেছেন মন্ত্রী।
এদিন শ্রী নাথ বলেন, লাইনম্যান এবং হেলপাররাই এই দপ্তরের পরিষেবা সম্পর্কিত কাজের মূল কারিগর। তাদেরকে সংবর্ধিত করতে পেরে তিনি আজ আনন্দিত।আজ এই অনুষ্ঠানের উদ্বোধন করে বিদ্যুৎ পরিষেবা ক্ষেত্রে আরও সতর্কিত এবং সুরক্ষিত পদক্ষেপের জন্য প্রত্যেক কর্মী আধিকারিকদের কাছে আহ্বান জানিয়েছেন। কারণ গোটা রাজ্যে নিরন্তর বিদ্যুৎ পরিষেবার জন্য প্রথমে দরকার বিদ্যুৎ কর্মী ও আধিকারিকদের সুরক্ষা দাবি মন্ত্রীর।
বিদ্যুৎ মন্ত্রী বলেন, যথাযথভাবে বৈদ্যুতিক সুরক্ষাবিধি মেনে না চলার কারণে এ রাজ্যে বেশ কয়েকজন বিদ্যুৎ কর্মী অকালে প্রাণ হারিয়েছেন। অনেকেই স্থায়ী পঙ্গুত্বের শিকার হয়েছেন। এছাড়াও নিয়মিতভাবে আহত হবার ঘটনা ঘটছে। বর্তমানেও একজন বিদ্যুৎ কর্মী জিবি হাসপাতালে চিকিৎসাধীন আছেন । তার জীবন বাঁচানোর স্বার্থেই চিকিৎসকরা তার একটি অঙ্গ কেটে বাদ দিয়ে দিয়েছেন। অথচ প্রয়োজনীয় সুরক্ষা বিধি মেনে চললে এমন অবস্থা থেকে নিশ্চিতভাবেই নিজেকে রক্ষা করা যেত। বিদ্যুৎ নিগমের আওতাধীন যে সমস্ত বিদ্যুৎ কর্মীরা প্রতিনিয়ত মানুষকে পরিষেবা দেওয়ার কাজ করেন, নিরন্তর বিদ্যুৎ পরিষেবা প্রদানে ঝড়-বৃষ্টি বাদলেও সচেষ্ট থাকেন, তারাই যদি অসুরক্ষিতভাবে থাকেন এবং কঠিন বিপদের মুখোমুখি হন, তাহলে মানুষকে নিরন্তর বিদ্যুৎ পরিষেবা দেওয়ার ক্ষেত্রটি বিঘ্নিত হবে।
আগে নিজেদেরকে সুরক্ষিত রাখার বিষয়টি ভাবনায় রাখার জন্যও বিদ্যুৎ মন্ত্রী এ দিন লাইনম্যান, হেল্পার সহ আপামর বিদ্যুৎ কর্মীদের কাছে আবেদন জানান। তার বক্তব্য, বিদ্যুৎ পরিষেবা ক্ষেত্রে একটি অত্যাবশ্যকীয় ক্ষেত্র। সরকারের অন্যান্য দপ্তর কিছুক্ষণের জন্য বা কয়েকদিনের জন্য বন্ধ হলেও তেমন বেশি অসুবিধা হবে না। কিন্তু বিদ্যুৎ পরিষেবা কয়েক মিনিটের জন্য বন্ধ হলে তাতে রাজ্য, দেশ প্রভূত ক্ষতির সম্মুখীন হবে। মানুষ নিদারুণ কষ্টের মুখোমুখি হবেন । হাসপাতালে চিকিৎসা করা যাবে না । কারখানায় উৎপাদন বন্ধ হয়ে যাবে। সাধারণ জনজীবন বিপন্ন হবে । ফলে বিদ্যুৎ কর্মীদের সুরক্ষার বিষয়টি সাধারণ মানুষেরও ভাবা উচিত বলে বিদ্যুৎ মন্ত্রী মনে করেন । বিদ্যুৎ ক্ষেত্রে জাতীয় সুরক্ষা সপ্তাহ এবং লাইনম্যান দিবস উদযাপন উপলক্ষে এদিন বিদ্যুৎ নিগমে হেপাটাইটিস ফাউন্ডেশন অফ ত্রিপুরার ব্যবস্থাপনায় একটি স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। এই শিবিরে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা সহ বিদ্যুৎ কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা করেন চিকিৎসকেরা ।
উদ্বোধনী অনুষ্ঠানে বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ ছাড়াও বক্তব্য রাখেন হেপাটাইটিস ফাউন্ডেশন অফ ত্রিপুরার প্রতিষ্ঠাতা সভাপতি রাজ্যের বিশিষ্ট চিকিৎসক অধ্যাপক প্রদীপ ভৌমিক। তিনিও বিদ্যুৎ কর্মীদের সুরক্ষার বিষয়টি উল্লেখ করে বিভিন্ন সময়ে হাসপাতালে নিয়ে আসা বিদ্যুৎ দুর্ঘটনা জনিত রোগীদের বিষয়টি উল্লেখ করেন। এদিন লাইনম্যান এবং হেলপারদের সংবর্ধিত করা হয় বিদ্যুৎ নিগমের তরফে।