নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ৬ মার্চ: রাস্তায় দিনের আলোতেও নিরাপদ নয় মেয়েরা। এমনই ঘটনার খবর উঠে আসতেই আতঙ্ক দেখা দিয়েছে অভিভাবক মহলে।
বুধবার উদয়পুর কলেজ থেকে আসার পথে এক ছাত্রীকে একটি গাড়ি পর পর দুই বার গাড়ির লোকিং গ্লাস দিয়ে ধাক্কা দেওয়ার ঘটনায় আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে কলেজ ছাত্রীটি।
এনিয়ে, উদয়পুর রাধা কিশোরপুর থানায় এসে পুলিশকে ঘটনাটি জানায় কলেজ পড়ুয়া ছাত্রী শুভ্রা শীল। পুলিশ অভিযোগ পাওয়ার পর তদন্তে নেমেছে। এই ভাবে একটি ছাত্রীর গায়ে ধাক্কা দেওয়ার ঘটনা ঘিরে চাঞ্চল্যও ছড়িয়েছে অন্যান্য ছাত্রীদের ও অভিভাবক মহলে ।