নয়াদিল্লি, ৬ মার্চ (হি.স.): দুর্নীতি, তোষণ ও ”পরিবারবাদ” ভারতীয় গণতন্ত্রকে দুর্বল করার তিনটি স্তম্ভে পরিণত হয়েছে। বিরোধীদের উদ্দেশ্যে এই মন্তব্য করলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা অর্জুন রাম মেঘওয়াল। একইসঙ্গে তিনি বলেছেন, ভগবান রাম আমাদের দেশের আত্মা।
বুধবার কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা অর্জুন রাম মেঘওয়াল বলেছেন, “রাম আমাদের দেশের আত্মা। শুধু তাঁরাই এই সব নিয়ে কথা বলে যারা এই সত্যটা জানেন না। দুর্নীতি, তোষণ ও ”পরিবারবাদ” ভারতীয় গণতন্ত্রকে দুর্বল করার তিনটি স্তম্ভে পরিণত হয়েছে এবং গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য সেগুলির ওপর আঘাত হানতে হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপর ব্যক্তিগত আক্রমণ করে কারও উপকার হয় না, কারণ আমরাও তাঁর গর্বিত পরিবারের সদস্য।”