ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৬ মার্চ।। আগরতলা প্রেসক্লাবের উদ্যোগে, স্পোর্টস সাব কমিটির ব্যবস্থাপনায় আজ, বুধবার সাংবাদিকদের মধ্যে ব্যাডমিন্টন ডাবলস টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। সন্তোষ গোপ ও শুভঙ্কর দাস জুটি চ্যাম্পিয়ান খেতাব পেয়েছেন। ফাইনাল খেলায় ২-০ সেটে জয়ী হয়ে চ্যাম্পিয়ন শিরোপা অর্জন করেছে। বিজিত প্রিয়তোষ চক্রবর্তী ও সুব্রত দেবনাথ জুটি পেয়েছে রানার্সআপ খেতাব। তৃতীয় স্থান পেয়েছে বিপ্লব চন্দ ও অঞ্জন দেব জুটি। এর আগে এনএসআরসিসি-তে নতুন সাজে সজ্জিত ব্যাডমিন্টন কোর্টে বেলা সাড়ে ১১টায় এক বিশেষ অনুষ্ঠানে প্রতিযোগিতার আনুষ্ঠানিক সূচনা হয়। সূচনা পর্বের ঠিক আগে আরও এক বিশেষ অনুষ্ঠানে বিজ্ঞানসম্মত ও বিশ্বমানের পাটাতনে নতুনভাবে তৈরি তিনটি কোর্ট আজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের পর সাংবাদিকদের টুর্নামেন্ট আয়োজনে দিতে পেরেছেন বলে পৃষ্ঠপোষক তথা অন্যতম ক্রীড়া সংগঠক রতন সাহা এবং স্পোর্টস কাউন্সিলের জয়েন্ট সেক্রেটারি স্বপন সাহা প্রমূখ গৌরবান্বিত বোধ করছেন। সংক্ষিপ্ত বক্তৃতায় ব্যাডমিন্টনের প্রচার এবং প্রসারের লক্ষ্যে সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য বলে উল্লেখ করেন। আগরতলা প্রেস ক্লাবের পক্ষে টেকনিক্যাল ডিরেক্টর তথা সিনিয়র সাংবাদিক সুপ্রভাত দেবনাথ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। প্রতিযোগিতা চলাকালীন স্পোর্টস কমিটির কনভেনার তথা প্রেস ক্লাবের জয়েন্ট সেক্রেটারি অভিষেক দে সহ অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত হয়ে খেলোয়াড়দের শুভেচ্ছা জানান। প্রতিযোগিতা সুসম্পন্ন করার পেছনে, স্পোর্টস কাউন্সিল, এনএসআরসিসি এবং বেশ কয়েকজন শিক্ষানবিশ আম্পায়ারের ভূমিকা অনস্বীকার্য। স্পোর্টস সাব কমিটির কনভেনার অভিষেক দে এক বিবৃতিতে এ খবর জানিয়েছেন।
2024-03-06