ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৬ মার্চ।। চূড়ান্ত প্রস্তুতি শিবির শুরু ৮ মার্চ। চলবে ১৬ মার্চ পর্যন্ত। নাগাল্যান্ডে অনুষ্ঠিত হতে যাচ্ছে পূর্বোত্তর অলিম্পিক গেমস। তাতে বেশ কয়েকটি ইভেন্টের মধ্যে ভলিবলে অংশ নেবে ত্রিপুরা। ওই আসরের জন্য ১৫ সদস্যের ত্রিপুরা দল বাছাই করা হয়েছে। বাছাই করা খেলোয়াড়দের ৭ মার্চ বিকেল ৪ টায় এন এস আর সি সিতে বিকাশ দেববর্মার কাছে রিপোর্ট করতে বলা হয়েছে। শিবির শেষে চূড়ান্ত ১২ সদস্যের ত্রিপুরা দল ঘোষনা করা হবে। রাজ্য সংস্থার ভারপ্রাপ্ত সচিব চন্দন সেন এক বিবৃতিতে খেলোয়াড়দের নাম ঘোষনা করেন। শিবিরে ডাক পাওয়া খেলোয়াড়রা হলো: অমরজিৎ দেববর্মা, ত্রিফাং দেববর্মা, সর্বজিৎ দেববর্মা, অনুপম দাস, মোনাহর রিয়াং, বুধো দেববর্মা, সম্রাট ভদ্র, খাকচাং দেববর্মা, এলকানা মলশুম, মনিষ দেববর্মা, বিশাল দত্ত, ঋষিকেষ সিনহা, বীরু দেববর্মা, বিক্রম দাস এবং রথীন্দ্র দাস।
2024-03-06