লালুর “পরিবারতন্ত্র” মন্তব্য নিয়ে মোদীর পাশে সীতারমন

নয়াদিল্লি, ৫ মার্চ (হি. স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদবের কুরুচিকর “পরিবারতন্ত্র” মন্তব্যের জন্য এবার লালু প্রসাদকে একহাত নিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। তিনি বলেন, বিজেপি লালুপ্রসাদকে যোগ্য জবাব দিয়েছে। প্রধানমন্ত্রী ঠিকই বলেছেন, সমগ্র দেশই তাঁর পরিবার। এই দেশের সব মানুষই তাঁর পরিবারের অংশ।

পাশাপাশি নির্মলা সীতারমন বলেন, এই ধরণের মন্তব্য কখনওই লালু প্রসাদের থেকে আশা করা হয় না। তিনি এও বলেন, লালু প্রসাদ বিগত কয়েক দশক ধরে রাজনীতিতে যুক্ত, এমনকি বিহারের মুখ্যমন্ত্রীও ছিলেন। তিনি যদি এমন মন্তব্য করেন তাহলে তা হতাশাজনক। রাজনীতিতে একে অপরের সম্মান রক্ষা করা খুব প্রয়োজনীয়।

উল্লেখ্য, সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় শেয়ার হওয়া একটি ভিডিয়োতে দেখা যায়, লালু প্রসাদ প্রধানমন্ত্রীকে আক্রমণ করতে গিয়ে কার্যত শালীনতার সীমা ছাড়িয়ে গিয়েছেন। অভিযোগ ওঠে লালু প্রসাদ যাদব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পরিবারতন্ত্র নিয়ে কুরুচিপূর্ণ আক্রমণ করেন। তার প্রেক্ষিতেই নিজের বক্তব্য জানান নির্মলা সীতারমন।