পাটনা, ৫ মার্চ (হি. স.): বিহারের বিধান পরিষদের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। এই নিয়ে টানা চারবার তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিহারের আইনসভার উচ্চকক্ষ বিধানপরিষদে সম্প্রতি নীতীশ কুমার সহ ১১ প্রার্থীর মেয়াদকাল শেষ হয়েছে। তাঁর সঙ্গে সেখানে উপস্থিত ছিলেন লালন সিং, অশোক চৌধুরী প্রমুখ।
লোকসভা নির্বাচনের আগেই বিহার বিধান পরিষদের নির্বাচন হবে, নির্বাচন কমিশনের তরফে এই নিয়ে বিজ্ঞপ্তি আগেই জারি করা হয়েছিল। নীতীশ কুমার ছাড়াও ভারতীয় জনতা পার্টির শাহনওয়াজ হুসেন, বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ি দেবীরও কার্যকাল শেষ হচ্ছে। যদিও বিধানপরিষদের আসনে এখনও পর্যন্ত বিজেপি তাদের কোনো প্রার্থী দেয়নি বলে জানা গেছে।