নিজস্ব প্রতিনিধি, সোনামুড়া, ৫ মার্চ: সোনামুড়াতে মঙ্গলবার, বিজেপির মহিলা মোর্চার উদ্যোগে অনুষ্ঠিত হয় নারী শক্তি বন্ধন পদযাত্রা। লোকসভা এবং বিধানসভায় মহিলাদের জন্য ৩১ শতাংশ সংরক্ষণ, উজ্জ্বলা যোজনায় গ্যাস প্রদান, মহিলাদের সম্মান রক্ষার্থে বাড়ি বাড়ি পাকা সোচালয় নির্মাণ., সংখ্যালঘু সম্প্রদায়ের মহিলাদের সবচেয়ে বড় অভিশাপ তিন তালাকপ্রথা বন্ধ সহ, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মহিলাদের জন্য কেন্দ্রীয় সরকারের বিভিন্ন সুযোগ-সুবিধা প্রদানের জন্য এবং মহিলাদের স্বশত্তিকরণ এর জন্য যে উদ্যোগ গ্রহণ করেছেন তাকে সাধুবাদ জানিয়ে হয় এই ধন্যবাদ রেলি অনুষ্ঠিত হয়েছে।
তাতে উপস্থিত ছিলেন প্রদেশ মহিলা মোর্চার সভানেত্রী মিমি মজুমদার, বিজেপির সিপাহীজলা দক্ষিণাঞ্চল জেলা কমিটির সভাপতি দেবব্রত ভট্টাচার্যী, সোনামুড়া মন্ডল সভাপতি বিশ্বজিৎ দাস, সিপাহী জলা দক্ষিণাংশ জেলা কমিটির মহিলা মোর্চার সভানেত্রী সহ অনান্যরা।
এই রেলি টি সোনামুড়া টাউন হল সামনে থেকে শুরু হয়ে সোনামুড়া শহর পরিক্রমা করে সোনামুড়া নগর পঞ্চায়েতের সামনে এসে শেষ হয়।