রাজ্য সরকারী কর্মচারীদের জন্য ৫ শতাংশ মহার্ঘ ভাতা ঘোষণা

আগরতলা, ৫ মার্চ : রাজ্য সরকারী কর্মচারীদের জন্য ৫ শতাংশ মহার্ঘ ভাতা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। তা কার্যকর হবে চলতি বছরের পয়লা জানুয়ারী। এর জন্য রাজ্য সরকারের অতিরিক্ত বার্ষিক ব্যয় হবে ৫০০ কোটি টাকা।

আজ নিজ সামাজিক মাধ্যমে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কার্য সম্পাদন করার ক্ষেত্রে কর্মচারীগণ সবচাইতে বড় ভূমিকা পালন করেন। তাঁদের এই ভূমিকার কথা মাথায় রেখে আমাদের সরকার গঠন হওয়ার পর সর্বমোট ২০ শতাংশ মহার্ঘ ভাতা ঘোষনা করা হয়েছিল।