রাজ্য থেকে পাচারকালে ৩ কোটি টাকার গাঁজা উদ্ধার 

নিজস্ব প্রতিনিধি, চূরাইবাড়ি, ৫ মার্চ:  রাজ্য থেকে গাঁজা পাচারের ঘটনা অব্যাহত রয়েছে। নানা কৌশলে গাঁজা পাচার হচ্ছে বহিরাজ্যে। ত্রিপুরা থে‌কে পাঞ্জা‌বের হ‌রিয়ানা রা‌জ্যে পাচা‌রের প‌থে রবা‌রের বস্তার আড়া‌লে প্রায় তিন কো‌টি টাকার নি‌ষিদ্ধ গাঁজা বোঝাই বা‌রো চাকার ল‌রি ধরা পড়ল অস‌মের ক‌রিমগঞ্জ জেলার বাজা‌রিছড়া থানা‌ধিন চুরাইবা‌ড়ি ওয়াচ পোষ্ট পু‌লি‌শের হা‌তে। 

এ কা‌ন্ডে ল‌রি চালক ও সহ চালক‌কেও আটক ক‌রেছে পু‌লিশ।জানা গে‌ছে মঙ্গলবার দুপুর আড়াই‌টে নাগাদ ত্রিপুরার আতরতলা থে‌কে পি‌বি৬৫-এ‌ভি-৭৪৯৬ নম্ব‌রের এক‌টি রবার সিট বোঝাই ল‌রি বাজা‌রিছড়ার চুরাইবা‌ড়িতে পৌছা‌লে গা‌ড়ি‌টি‌তে যথারী‌তি দলবল নি‌য়ে তল্লা‌শি চালান গেট ইনচার্জ প্রণব মি‌লি।

এ‌তে রবার ভ‌র্তি ‌৪৩৯ বস্তার ভিতর ১৩১৭ কে‌জি শুক‌নো গাঁজা বা‌জেয়াপ্ত হয়।যার কা‌লোবাজারী মুল‌্য প্রায় তিন কো‌টি টাকার মত হ‌বে।এ‌তে আটক করা হয় ল‌রি চা‌লক ও সহ চালক‌কে। তা‌দের নাম যথাক্রমে বলবীর সিং ও বিজয় কুমার।বা‌ড়ি পাঞ্জা‌বে। 

ধৃত‌দের বিরু‌দ্ধে এন‌ডি‌পিএস ধারায় মামলা হা‌তে নি‌য়ে তদন্ত শুরু ক‌রে‌ছে পু‌লিশ।তাদের‌কে রাতভর থানায় আট‌কে ‌রে‌খে বুধবার আদাল‌তে সোপর্দ করা হ‌বে ব‌লে পু‌লি‌শি সু‌ত্রে জানা গে‌ছে।অসম পু‌লি‌শের এ‌হেন ঘন ঘন নেশা বি‌রোধী অ‌ভিযা‌নে স‌ন্তোষ ব‌্যক্ত ক‌রে‌ছেন এলাকার স‌চেতন মহল।

এ‌দি‌কে ত্রিপুরার আগরতলা থে‌কে উক্ত ল‌রি‌টি ক্রমান্ব‌য়ে কু‌ড়ি‌টিরও অ‌ধিক ত্রিপুরা পু‌লিশ চেক গেট পে‌রি‌য়ে অস‌মে প্রবে‌শের পর ধরা পড়ায় অ‌নে‌কে স্বাভাবিক ভা‌বে ত্রিপুরা পু‌লি‌শের ভু‌মিকা নি‌য়ে নানা প্রশ্ন তোল‌তে শুরু ক‌রে‌ছেন।প্রসঙ্গত উ‌ল্লেখ‌্য যে ত্রিপুরার কিছু কিছু পাহা‌ড়ি এলাকায় অবা‌ধে লাভজনক গাঁজা চাষ শুরু হওয়া‌তে সে রাজ‌্য থে‌কে গাঁজা পাচা‌রে লাগাম টানতে হিম‌শিম খা‌চ্ছে প্রশাসন।