কাজিরঙা আসছেন প্ৰধানমন্ত্ৰী মোদী, পৰ্যটকদের জন্য তিনদিন বন্ধ জিপ ও হাতি সাফারি

গুয়াহাটি, ৪ মাৰ্চ (হি.স.) : আগামী ৮ মার্চ দুদিনের কার্যসূচি নিয়ে অসম সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সফরকালে রাত কাটাবেন কাজিরঙা জাতীয় উদ্যান (কাজিরঙা ন্যাশনাল পার্ক)-এ। প্ৰধানমন্ত্ৰীর সফরের পরিপ্রেক্ষিতে আগামী ৭ মাৰ্চ থেকে ৯ মাৰ্চ পৰ্যন্ত কহরা রেঞ্জে জিপ এবং হাতি সাফারি বন্ধ থাকবে বলে এক বিজ্ঞপ্তি জারি করেছেন কাজিরঙা রাষ্ট্ৰীয় উদ্যান কৰ্তৃপক্ষ।

পূৰ্বাঞ্চল অসমের বন্যপ্ৰাণী বিভাগের বন আধিকারিক অরুণ ভিগনেশের জারিকৃত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ওই তিন দিন কহরা রেঞ্জে সাধারণ পৰ্যটকদের জন্য জিপ সাফারি এবং হাতি সাফারি বন্ধ থাকবে। তিনি জানান, জিপ সাফারি বন্ধ থাকবে ৭ থেকে ৯ মাৰ্চ পর্যন্ত এবং ৮ ও ৯ মার্চ বন্ধ থাকবে হাতি সাফারি।

আগামী ৮ মার্চ সন্ধ্যায় গুয়াহাটি বিমানবন্দরে অবতরণ করবেন প্রধানমন্ত্রী। বিমানবন্দর থেকে হেলিকপ্টারে করে চলে যাবেন কাজিরঙা। সেখানে নৈশ যাপন করবেন তিনি। পরের দিন ৯ মার্চ সকালে কাজিরঙা জাতীয় উদ্যানের কহরা বনাঞ্চলে খোলা জিপে উঠে মনোরম দৃশ্য উপভোগ করবেন মোদী। তবে উদ্যান কর্তৃপক্ষ জিপ ও হাতি, উভয় সাফারির ব্যবস্থা করে রেখেছেন। কাজিরঙা থেকে একাধিক কার্যক্রমে অংশগ্রহণ করতে যোরহাটের উদ্দেশ্যে রওয়ানা হবেন প্রধানমন্ত্রী।

এখানে উল্লেখ করা যেতে পারে, ১৯৭৪ সালের ফেব্রুয়ারিতে কাজিরঙাকে একটি জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করা হয়েছিল। এ বছর সুবর্ণ জয়ন্তী উদযাপন করছে উদ্যান।

প্রসঙ্গত, আগামী ৯ মার্চ যোরহাটে কিংবদন্তি আহোম বীর সেনাপতি লাচিত বড়ফুকনের ১২৫ ফুট উঁচু ব্রোঞ্জের মূর্তি উন্মোচন করার কথা প্রধানমন্ত্রীর। এছাড়া তিনি শিবসাগর মেডিক্যাল কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করার পাশাপাশি প্রধানমন্ত্রী আবাস যোজনা-র অধীনে নির্মিত ৫.৫ লক্ষ বাড়িতে ‘গৃহ প্রবেশ’ (গৃহ উষ্ণায়ন) অনুষ্ঠানে অংশ নেবেন। এর পর যোরহাটের মেলেং মেটেলি ময়দানে একটি জনসভায় ভাষণ দেওয়ার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর।

জানা গেছে, ওইদিনই (৯ মার্চ) যোরহাট থেকে অরুণাচল প্ৰদেশে চলে যাবেন প্রধানমন্ত্রী। অরুণাচল প্ৰদেশে তিনি পশ্চিম কামেঙের সেলা সুরঙ্গ উদ্বোধন করবেন। তার পর ইটানগরে গিয়ে কয়েকটি উন্নয়নমূলক প্ৰকল্পের উদ্বোধন করবেন প্ৰধানমন্ত্ৰী মোদী।