প্রধানমন্ত্রীকে “পরিবারতন্ত্র” কটাক্ষ লালুর, বায়ো বদলে মোদীর পাশে থাকার বার্তা বিজেপি শীর্ষ নেতৃত্বের

নয়াদিল্লি, ৪ মার্চ, (হি. স.) : এক্স হ্যান্ডেলে নিজেদের বায়ো বদলে “পরিবারতন্ত্র” প্রসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাশে থাকার বার্তা দিলেন অমিত শাহ থেকে স্মৃতি ইরানি, জে পি নাড্ডারা। তাঁরা প্রত্যেকেই নিজেদের এক্স হ্যান্ডেলে নিজেদের নামের পাশে “মোদী কা পরিবার” যুক্ত করে দেন।

অভিযোগ, আরজেডি সভাপতি লালু প্রসাদ যাদব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে “পরিবারতন্ত্র” নিয়ে কুরুচিপূর্ণ আক্রমণ করেন। সোশ্যাল মিডিয়ায় শেয়ার হওয়া একটি ভিডিয়োতে দেখা যায়, লালুপ্রসাদ প্রধানমন্ত্রীকে আক্রমণ করতে গিয়ে কার্যত শালীনতার সীমা ছাড়িয়ে গিয়েছেন। তারপরেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা, স্মৃতি ইরানি, বিজেপির দিল্লি সভাপতি বীরেন্দ্র সচদেব সহ দলের অনেক কার্যকর্তাই সোশ্যাল মিডিয়ায় নিজেদের বায়ো পরিবর্তন করে নিজেদের নামের পাশে “মোদী কা পরিবার” যুক্ত করে দেন। তিনি বলেন, সারা বিশ্বে যিনি ভারতের নাম উন্নীত করেছেন সেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একা নন, এই দেশের সমগ্র মানুষই তাঁর পরিবার।

উল্লেখ্য, বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আরজেডি সুপ্রিমো লালুপ্রসাদ প্রধানমন্ত্রীর হিন্দু পরিচয় নিয়েই প্রশ্ন তোলেন গোড়ায়। তারপরে আবার প্রধানমন্ত্রীর উদ্দেশে বলেন, ‘ইদানীং আপনি কথায় কথায়, পরিবারবাদী, পরিবারবাদী বলে চিৎকার করছেন। বিশেষ করে যে নেতাদের অনেকগুলি করে সন্তান আছে।’ লালুর সাফ কথা, ‘রাজনৈতিক পরিবারের ছেলেমেয়েরা রাজনীতিতে আসবে, এটাই তো স্বাভাবিক। আপনার কোনও সন্তান নেই। তাতে আমরা কী করতে পারি!’ এই বক্তব্যের প্রতিবাদ জানাতেই বায়ো পরিবর্তন বিজেপি নেতাদের।