পাটনা, ৪ মার্চ (হি.স.) : লালু প্রসাদ একজন দোষী, দুর্নীতিবাজ এবং পরিবারতান্ত্রিক ব্যক্তি, লালুকে এই ভাষাতেই আক্রমণ করেন বিহারের উপ মুখ্যমন্ত্রী বিজয় সিনহা। সোমবার সাংবাদিকদের মুখোমুখী হয়ে বিজয় সিনহা একথা বলেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে আরজেডি সুপ্রিমো লালু প্রসাদ যাদবের করা বক্তব্যের পাল্টা আঘাত করলেন উপ-মুখ্যমন্ত্রী বিজয় সিনহা। সোমবার সাংবাদিকদের উদ্দেশ্যে বিজয় সিনহা বলেন, লালু প্রসাদ একজন দোষী, দুর্নীতিবাজ এবং পরিবারতান্ত্রিক ব্যক্তি। তিনি আরও বলেন, লালু প্রসাদও একজন রাজনৈতিক জোকার ছিলেন। রাজনীতি সংক্রান্ত নানা কথা বলে ওঁর দল বিহারের সম্মান ক্ষুন্ন করেছে। প্রধানমন্ত্রী সনাতনের গর্ব এবং লালুপ্রসাদের এমন বক্তব্যে সারা দেশের মানুষ বিব্রত হয়েছে। বিজয় সিনহা বলেন, প্রধানমন্ত্রী দেশের ১৪০ কোটি সনাতন মানুষের সম্মান বাড়িয়েছেন কিন্তু লালু প্রসাদ এবং ওঁনার লোকেরা সনাতন এবং সনাতনের ধর্মীয় গুরু এবং দেবতাদের লজ্জা দেওয়ার কাজ করেছেন।
৩ মার্চ পাটনার গান্ধী ময়দানে আইএনডিআই জোটের সমাবেশে আরজেডি সভাপতি লালু প্রসাদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে বলেছিলেন যে নরেন্দ্র মোদী হিন্দু নন। সোমবার এরই উত্তর দিলেন বিজয় সিনহা।

