আগরতলা, ২ মার্চ : জমির অধিকার, রাজনৈতিক অধিকার, অর্থনৈতিক উন্নয়ন, ভাষার(লিপি) সমস্যা, রাজনৈতিক ইস্যু বাস্তবায়নের লক্ষ্যে আজ কেন্দ্রীয় সরকার ও ত্রিপুরা সরকারের সাথে চুক্তি স্বাক্ষর হয়েছ। কিন্তু আমাদের আরও কঠোর পরিশ্রম করতে হবে। আজ ত্রিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর সামাজিক মাধ্যমে নিজ প্রতিক্রিয়া ব্যক্ত করলেন প্রদ্যুত কিশোর দেববর্মণ।
এদিন নিজ সামাজিক মাধ্যমে তিনি বলেন, হ্যাঁ আমরা একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর করেছি। আমাদের আরও কঠোর পরিশ্রম করতে হবে। পাশাপাশি আমাদের শৃঙ্খলাবদ্ধ হতে হবে। তাঁর দাবি, জমির অধিকার, অর্থায়নের অধিকার , ভাষা (লিপি) সমস্যা, রাজনৈতিক ইস্যু বাস্তবায়নে চুক্তি স্বাক্ষর হয়েছে। ইতিহাসে প্রথম কোনো আঞ্চলিক দলের সাথে ভারত সরকারের চুক্তি হয়েছে।
এদিন তিনি আরও বলেন, আগামীকাল তিনি হাতাইকতরে গিয়ে অনশন ভাঙবেন। পাশাপাশি তিনি জনজাতি লোকজনদের সাথে দেখা করবেন।