আজ থেকে শুরু ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত এবছরের মাধ্যমিক পরীক্ষা

আগরতলা, ২ মার্চ: আজ থেকে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত এবছরের মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে। প্রথম দিনে মাধ্যমিক ও মাদ্রাসা আলিম পরীক্ষার্থীরা ইংরেজি পরীক্ষা দিয়েছে। দুপুর ১২টায় শুরু হয়েছে এই পরীক্ষা।এদিন পরীক্ষা কেন্দ্র ঘুরে দেখলেন পর্ষদের সভাপতি ডাঃ ধনঞ্জয় গণ চৌধুরী।

প্রসঙ্গত, আজ থেকে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত এ বছরের উচ্চ মাধ্যমিক ও মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে। পরীক্ষা ২৩ মার্চ শেষ হবে। এবছর উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রী সংখ্যা ৩৩ হাজার ৭৩২ জন। রাজ্যের ৬৯ টি কেন্দ্র এবং স্থান ১৪৫টি পরীক্ষা চলছে। এর মধ্যে ধলাই জেলায় ৭টি কেন্দ্র, ১৩টি ক্ষেত্র এবং ১০৩টি স্কুলে পরীক্ষা হচ্ছে । গোমতী জেলায় ৬টি কেন্দ্র, ১৭টি ক্ষেত্র এবং ১২৭টি স্কুলে পরীক্ষা হচ্ছে । তেমনি, খোয়াই জেলায় ৩টি কেন্দ্র, ১২টি ক্ষেত্র এবং ১০৯টি স্কুলে পরীক্ষা হচ্ছে। উত্তর ত্রিপুরা জেলায় ৬টি কেন্দ্র, ১৯টি ক্ষেত্র এবং ১১৭টি স্কুলে পরীক্ষা হচ্ছে।

সিপাহীজলা জেলায় ৮টি কেন্দ্র, ২২টি ক্ষেত্র এবং ১৭৯টি স্কুলে পরীক্ষা হচ্ছে। দক্ষিণ জেলায় ১০টি কেন্দ্র, ১৯টি ক্ষেত্র এবং ১৬৮টি স্কুলে পরীক্ষা হচ্ছে। ঊনকোটি জেলায় ৫টি কেন্দ্র, ১৩টি ক্ষেত্র এবং ৯২টি স্কুলে এবং পশ্চিম ত্রিপুরা জেলায় ২৪টি কেন্দ্র, ২৯টি ক্ষেত্র এবং ২০৪টি স্কুলে পরীক্ষা হচ্ছে।

আজ মাধ্যমিক পরীক্ষায় ছাত্রীদের সহায়তায় অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ বিভিন্ন স্কুলে নিয়োজিত ছিল । পরীক্ষার্থীদের সিট নাম্বার বের করে দেওয়া থেকে শুরু করে চন্দনের টিকা এবং ফুল দিয়ে তাদের পরীক্ষা হলে বরণ করে নেয় তারা এবং তাদের পরীক্ষার জন্য শুভকামনা জানিয়েছেন পরিষদের যুব নেতারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *