ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২ মার্চ।। বেশ উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে আগরতলা প্রেস ক্লাবের উদ্যোগে এবং স্পোর্টস কমিটির ব্যবস্থাপনায় গেমস এন্ড স্পোর্টস ফেস্ট-এর ৭ম পর্যায়ে শনিবার চাইনিজ চেকার্স প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গত ২৭ জানুয়ারি থেকে শুরু হয়ে বেশ কিছু ইনডোর, আউটডোর গেমস-এর পাশাপাশি আজ চাইনিজ চেকার্স-এর পর ৬ মার্চ ব্যাডমিন্টন ডাবলস এবং ১৭ মার্চ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতাও অনুষ্ঠিত হবে। আজ অনুষ্ঠিত চাইনিজ চেকার্স প্রতিযোগিতায় মীনাক্ষী ঘোষ চ্যাম্পিয়ন এবং শিষান চক্রবর্তী রানার্স হয়েছেন। তৃতীয় স্থান পেয়েছেন সুপ্রভাত দেবনাথ। উল্লেখ্য, কোয়ার্টার ফাইনাল পর্যায়ের খেলায় মীনাক্ষী ঘোষ বিষ্ণুপদ বণিককে, শিষান চক্রবর্তী অভিষেক দেববর্মাকে, সুপ্রভাত দেবনাথ অরিন্দম চক্রবর্তীকে এবং ভাস্কর দাস সমীর সাহাকে পরাজিত করে সেমিফাইনালে উন্নীত হয়েছিল। প্রতিযোগিতা চলাকালীন আগরতলা প্রেসক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য, সম্পাদক রমাকান্ত দে, স্পোর্টস কমিটির চেয়ারম্যান অলক ঘোষ, কনভেনর অভিষেক দে প্রমুখ উপস্থিত থেকে খেলোয়ারদের উৎসাহিত করেন এবং শুভেচ্ছা জানান। উল্লেখ্য, আগামী ৬ মার্চ, বুধবার এন এস আর সি সি-র ব্যাডমিন্টন হল-এ বেলা ১১টায় সাংবাদিকদের মধ্যে ব্যাডমিন্টন ডাবলস প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে ১০টার মধ্যে অংশগ্রহণকারী খেলোয়াড়দের ব্যাডমিন্টন কোর্টে রিপোর্ট করতে বলা হচ্ছে।
2024-03-02