মারপিটের ঘটনাকে কেন্দ্র করে কৈলাসহরে চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ১ মার্চ: কৈলাসহরের বিদ্যানগরে মারপিটের ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় উত্তপ্ত পরিস্থিতি বিরাজমান। বিদ্যানগর ১৭ নং ওয়ার্ড এলাকায় মারপিটের ঘটনায় উত্তপ্ত গোটা এলাকা। অভিযোগ পাল্টা অভিযোগে সরগরম গোটা এলাকা।

সংবাদে প্রকাশ, চলতি মাসের ২৭ তারিখ ওই এলাকার বাসিন্দা অনিশ সিনহা তার নিজ বাড়িতে তার এক বন্ধুকে নিয়ে মাংস রান্না করে খাচ্ছিল। অনীশ সিনহার অভিযোগ মাংস রান্না করার সময় নাকি ওই একই এলাকার বাসিন্দা সত্যজিৎ সিনহা নামে এক ব্যক্তি এসে অনীশ সিনহার সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে।

পরবর্তী সময় উক্ত ঘটনার খবর পেয়ে অনীশ সিনহার নিকট আত্মীয় প্রশান্ত সিনহা ঘটনাস্থলে ছুটে আসে। এবং তাদের এই ঝামেলা মিটমাট করার চেষ্টা করে। অভিযোগ তখন নাকি সত্যজিৎ সিনহা অনীশ সিনহার বাড়িতে প্রবেশ করে তার রান্নার সামগ্রী লাথি মেরে ফেলে দেয়। এরপর অনীশ সিনহা তা প্রতিবাদ করতে গেলে সত্যজিৎ সিনহা তাকে নাকি বেধড়কভাবে মারপিট চালায় বলে অভিযোগ। এই মারপিট করার ফলে সত্যজিৎ সিনহা গুরুতরভাবে আহত হয় বর্তমানে সত্যজিৎ সিনহা গুরুতরভাবে আহত অবস্থায়।

 কৈলাসহর ঊনকোটি জেলা হাসপাতালে চিকিৎসাধীন। এই মারপিট করার ফলে অনীশ সিনহার ঘরের সীমানার বেড়া ভেঙ্গে যায়। উক্ত বিষয় নিয়ে ঐদিন রাত্রিবেলা অনীশ সিনহা কৈলাসহর থানায় সত্যজিৎ সিনহার বিরুদ্ধে একটি লিখিত আকারে অভিযোগ দায়ের করে।

অনীশ সিনহা বলে ওর ঘরে মাংস রান্না নিয়ে বাধা দেয় সত্যজিৎ সিনহা কেননা সত্যজিৎ সিনহার বাড়িতে একটি মহাদেবের মন্দির রয়েছে যার কারণে তাকে মাংস রান্না করতে বাধা দেয়। আর তা নিয়েই এই মারপিটের ঘটনাটি ঘটে।

 সত্যজিৎ সিনহা  ঐদিন রাত্রিবেলা ওই একই এলাকার একটি বাড়িতে চিৎকার চেঁচামেচি হচ্ছিল যার ফলে উনার ছেলের পড়াশোনা করতে অসুবিধা হচ্ছিল। পরবর্তী সময় তা উনার ছেলে উনাকে বলেছে ওই বাড়িতে চিৎকার চেঁচামেচি করার ফলে আমার পড়াশোনার ব্যাঘাত ঘটছে। আর তা সত্যজিৎ সিনহা জিজ্ঞাসা করতে গেলেই নাকি উনাকে বেধড়কভাবে মারপিট চালায় চার পাঁচ জন লোক মিলে বলে তিনি অভিযোগ করেছিলেন।

যার ফলে তিনি গুরুতরভাবে আহত হন এবং তিনি বর্তমানে কৈলাশহর ঊনকোটি জেলা হাসপাতালে চিকিৎসাধীন। উক্ত বিষয় নিয়ে চলতি মাসের ২৮ তারিখ সত্যজিৎ সিনহা ওই একই এলাকার চার থেকে পাঁচজনের বিরুদ্ধে কৈলাসহর থানায় একটি লিখিত আকারে অভিযোগ দায়ের করেন।

আজ বিকেলবেলা উনার তোলা সমস্ত অভিযোগ খন্ডন করে অনীশ সিনহা এবং সে সুষ্ঠু বিচার পাওয়ার জন্য সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়। তবে যাই হোক উক্ত ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়।