২০২৪-২৫ অর্থবছরের বাজেট ত্রিপুরাকে আগামীদিনে সমৃদ্ধিশীল বানাতে সাহায্য করবে : সুব্রত চক্রবর্তী

আগরতলা, ১ মার্চ : ২০২৪-২৫ অর্থবছরের বাজেট ত্রিপুরাকে আগামীদিনে সমৃদ্ধিশীল বানাতে সাহায্য করবে। এই বাজেট জনকল্যাণমুখী, ভবিষ্যতের দিশারী এবং বিকাশমূলক বাজেট। আজ বিজেপি মুখ্য কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে একথা বলেন বিজেপি মুখপাত্র সুব্রত চক্রবর্তী।

এদিন তিনি বলেন, বাজেটে আর আই ডি এফ-এর অর্থানুকূল্যে ২১টি মাধ্যমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ করা হবে। এরজন্য ১২৩ কোটি ৭৮ লক্ষ টাকা ব্যয় বরাদ্দ ধরা হয়েছে।

তাছাড়া , বাজেটে রাবার সিট প্রক্রিয়াকরণের জন্য রাজ্যের জনজাতি অধ্যুষিত এলাকায় ৫০টি ‘স্মোক হাউজ’ তৈরীর অর্থ বরাদ্দ করা হয়েছে। এরজন্য ব্যয় ধরা হয়েছে ৩৭ কোটি ৫০ লক্ষ টাকা। ৫০ আসন বিশিষ্ট ১১টি জনজাতি ছাত্রীদের জন্য হোস্টেল এবং ১০টি জনজাতি ছাত্রদের জন্য হোস্টেল নির্মাণ করা হবে।

এদিন তিনি আরও বলেন, রাজ্য সরকার জনজাতিদের উন্নয়নে প্রায়স চালিয়ে যাচ্ছে। তার জন্য বাজেটে ত্রিপুরা উপজাতি এলাকা স্ব-শাসিত জেলা পরিষদের উন্নয়নে রাজ্য সরকার টিটিএএডিসি-কে ৬৯৮ কোটি ৬৮ লক্ষ টাকা প্রদান করবে। এই অর্থ পঞ্চম রাজ্য অর্থ কমিশনের টিটিএএডিসি এলাকার ভিলেজ কাউন্সিলের জন্য বরাদ্দকৃত অর্থ থেকে পৃথক এবং অতিরিক্ত। জনজাতিদের সার্বিক উন্নয়নে মোট বরাদ্দের ৩৯.৯৩ শতাংশ অর্থ এই বাজেটে ট্রাইবেল সাব প্ল্যানে সংস্থান রাখা হয়েছে বাজেটে।

এদিন তিনি ২০২৪-২৫ অর্থ বছরের জনকল্যাণমুখী বাজেট পেশ করার জন্য মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডাঃ) মানিক সাহা এবং অর্থ মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়কে ধন্যবাদ জানিয়েছেন।