শনিবার দুপুরে মধ্যপ্রদেশের মোরেনায় প্রবেশ করবে ভারত জোড়ো ন্যায় যাত্রা

ভোপাল, ১ মার্চ (হি.স. ) : শনিবার দুপুরে মধ্যপ্রদেশের মোরেনায় প্রবেশ করবে রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা। দুপুর ১.৩০ নাগাদ মোরেনায় প্রবেশের কথা রয়েছে এই যাত্রার। রাজ্য কংগ্রেস মিডিয়া বিভাগের সভাপতি কে.কে. মিশ্র শুক্রবার এই তথ্য জানিয়েছেন। তিনি জানান যে ওইদিন রোড শোসহ একাধিক সভায় বক্তব্য রাখবেন রাহুল গান্ধী।

তিনি জানিয়েছেন, রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা শনিবার ২ মার্চ রাজস্থানের ধোলপুর সীমান্ত থেকে মধ্যপ্রদেশের মোরেনায় প্রবেশ করবে। কংগ্রেস সেবাদলের সভাপতি যোগেশ যাদবের নেতৃত্বে এবং রাজ্য কংগ্রেস সভাপতি জিতু পাটোয়ারী সহ দলের অন্যান্য আধিকারিকদের উপস্থিতিতে উত্তর প্রদেশ ও মধ্যপ্রদেশ কংগ্রেস কমিটির আধিকারিকদের হাতে দলীয় পতাকা তুলে দেওয়ার কর্মসূচি রয়েছে আগামীকাল। শনিবার দুপুর ২-টো নাগাদ জে.বি.তে দলীয় পতাকা উত্তোলনের কর্মসূচির আয়োজন করা হয়েছে। ২-রা মার্চের ন্যায় যাত্রার ইনচার্জ হলেন অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির সেক্রেটারি ইনচার্জ শিব ভাটিয়া, রাজ্যসভার সাংসদ অশোক সিং এবং প্রাক্তন বিরোধীদলীয় নেতা ডঃ গোবিন্দ সিং।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *