চুরি করতে গিয়ে আটক এক নেশা কারবারী

নিজস্ব প্রতিনিধি,উদয়পুর , ১ মার্চ: শুক্রবার উদয়পুর ব্রহ্মাবাড়িতে,বিশ্রামগঞ্জ এলাকার এক যুবক ড্রাগস এর টাকা জোগাড় করার জন্য চুরি করতে গিয়ে এক বাড়িতে প্রবেশ করে ধরা পড়ে উত্তমমধ্যম খেলো।

 চুরির ঘটনা বাড়ির মালিক দেখে ফেলে এবং মালিকের চিৎকারে  এলাকার মানুষজন ছুটে এসে অভিযুক্তকে আটক করে। তাকে  উত্তম মধ্যম দিয়ে তল্লাশিতে তার কাছ থেকে উদ্ধার হয় বেশ কিছু ড্রাগসের কোটা।

জানা যায় অভিযুক্তের বাড়ি বিশ্রামগঞ্জ এলাকায়। সে অমরপুর যাওয়ার আগে ড্রাগসের টাকা জোগাড় করার জন্যই চুরি করতে নেমেছিল ব্রম্মাবাড়িতে। কিন্তু  সফল হয়নি। পরবর্তী সময়ে পুলিশ ঘটনার খবর পেয়ে অভিযুক্তকে গ্রেফতার করে নিয়ে যায় রাধাকিশোরপুর থানাতে।