ট্রিপার ও যাত্রীবাহী অটোর সংঘর্ষে আহত ৪

আগরতলা,১ মার্চ : ট্রিপার ও যাত্রীবাহী অটোর সংঘর্ষে গুরুতর আহত হয়েছে ৪ জন। বিশালগড় থানার অন্তর্গত ঢাকারবাড়ি এলাকায় স্থানীয় মানুষ ঘটনাটি প্রত্যক্ষ করে সাথে সাথে দমকলবাহিনীদের খবর দিয়েছিলেন। দমকলবাহিনী আহতদের উদ্ধার করে বিশালগড় হাসপাতালে নিয়ে গিয়েছে।

ঘটনার বিবরণে জানা গিয়েছে ,আজ সকাল দশটা নাগাদ বিশালগড় থানার অন্তর্গত ঢাকারবাড়ি এলাকায় ট্রিপার ও যাত্রীবাহী অটোর সংঘর্ষে গুরুতর আহত হয়েছে ৪ জন যাত্রী। এখানকার স্থানীয় মানুষ বিকট শব্দ পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছেন। স্থানীয় মানুষজন ঘটনাটি প্রত্যক্ষ করে সাথে সাথে বিশালগড় দমকলবাহিনীরকে খবর দিয়েছিলেন। দমকলকর্মীরা আহতদের উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালেনিয়ে গিয়েছে। আহতরা হলেন, মলিন দেব , শুভেন্দু দেব, স্বপন আচার্য্য এবং রাজকুমার দেবনাথ।