নয়াদিল্লি, ২৯ ফেব্রুয়ারি (হি.স.) : দেশে চিতাবাঘের সংখ্যা প্রায় ১৩,৮৭৪, এগিয়ে রয়েছে মধ্যপ্রদেশ, বৃহস্পতিবার এই তথ্য প্রকাশ্যে এসেছে। কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী ভূপেন্দ্র যাদবের প্রকাশিত রিপোর্ট থেকেই এ সম্পর্কে জানা গিয়েছে। এদিন নয়াদিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব ভারতে চিতাবাঘের অবস্থা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছেন।
প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে, ভারতে চিতাবাঘের সংখ্যা বর্তমানে ১৩,৮৭৪, ২০১৮ সালে এই সংখ্যাটা ছিল ১২,৮৫২। এর পাশাপাশি বাঘের সংখ্যার রিপোর্ট তৈরির জন্য গণনা এলাকার পরিধিও বর্তমানে বাড়ানো হয়েছে। রিপোর্ট অনুসারে জানা গিয়েছে, মধ্যপ্রদেশে দেশের সবচেয়ে বেশি সংখ্যক চিতাবাঘ রয়েছে – ৩৯০৭, তারপরে মহারাষ্ট্র ১৯৮৫, কর্ণাটক ১,৮৭৯ এবং তামিলনাড়ু ১,৭০।
এদিন বাঘের সংখ্যার প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে ভূপেন্দ্র যাদব বলেন, এই প্রতিবেদন থেকেই স্পষ্ট বোঝা যাচ্ছে যে কীভাবে বর্তমানে বাঘ সংরক্ষণ প্রচেষ্টাকে বাড়ানো হয়েছে। প্রতিবেদন প্রকাশ করে তিনি বন বিভাগের কাজের প্রশংসা করেছেন। যাদব এদিন আরও জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশনায় এই সংরক্ষণ যাত্রা “এক পৃথিবী, এক পরিবার এবং এক ভবিষ্যৎ”-এর নীতিকে বাস্তবায়িত করেছে। এই গুরুত্বপূর্ণ অভিযানে যাঁরা অবদান রেখেছেন তাদের সকলকে অভিনন্দন।