শান্তিরবাজার মন্ডল কমিটির  উদ্যোগে শক্তি সন্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত 

নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার, ২৯ ফেব্রুয়ারি:  ভারতীয় জনতা পার্টির শান্তিরবাজার মন্ডল কমিটির  উদ্যোগে, এলাকার বিভিন্ন ভিউ দলকে নিয়ে অনুষ্টিত হলে শক্তি সন্মাননা অনুষ্ঠান। 

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শান্তিরবাজার পুর পরিষদের চেয়ারম্যান স্বপ্না বৈদ্য, শক্তি সন্মাননার ত্রিপুরা ইনচার্জ পাপিয়া দত্ত, শান্তিরবাজারে যুব মোর্চার নেতা সুমন দেবনাথ, মন্ডল কমিটির সভাপতি  শ্যামলাল দেবনাথ, সাধারণ সম্পাদক   বিশ্বজিৎ দাস,মমফ্রূ মগ,সহ অনান্যরা।