নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ২৮ ফেব্রুয়ারি: গোপন খবরের ভিত্তিতে কৈলাসহরে ব্রাউন সুগার সহ আসামের দুই মাদক পাচারকারীকে আটক করেছে পুলিশ। আসাম থেকে দুই মাদক পাচারকারী একটি বাইকে চেপে ডিকে রোড ধরে ধর্মনগর থেকে কৈলাসহরের দিকে আসছে বলে খবর ছিল পুলিশের কাছে।
এই গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ধর্মনগর কৈলাসহর সড়কের ভগবাননগর এলাকায় উৎপেতে বসে থাকে। ভগবাননগরে সন্দেহভাজন বাইকটি নাগালের মধ্যে আসতেই পুলিশ বাইকটি আটক করেছে।
সেই বাইকে তল্লাশি চাল্লিয়ে সাফল্যও পায় পুলিশ। বাইকটির মধ্যে তল্লাশি চালিয়ে দুটি সাবানের বাক্সের মধ্যে ২১.৬৫ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করা হয়। আটক দুই মাদক পাচারকারীর নাম আব্দুল হাসিব ও জুবের আহমেদ। তাদের বাড়ি আসাম রাজ্যের করিমগঞ্জ জেলার রাতাবাড়তে। আটক ব্রাউন সুগারের মূল্য দেড় লক্ষ টাকা হবে বলে পুলিশ জানায়। আটক দুই মাদক পাচারকারীকে বৃহ স্পতিবার আদালতে তোলা হবে বলে সেকেন্ড ওসি মিকেলা ডারলং জানান।