BRAKING NEWS

পূর্বোত্তর যুব উৎসব ঘিরে ট্র্যাকিং, কায়াকিং অনুষ্ঠিত

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৮ ফেব্রুয়ারি।। সপ্তম পূর্বোত্তর যুব উৎসবের তৃতীয় দিন বুধবার আট রাজ্যের একুশ জন যুবতী ও ষোল জন যুবকসহ মোট সাইত্রিস জন যুবক যুবতী মেলাঘরস্থিত স্টেট এডভেঞ্চার ইনস্টিটিউটে ট্র্যাকিং অভিযান ও জল ক্রীড়া কায়াকিং এ অংশ নেয়। এই এডভেঞ্চার কর্মসূচিতে উপস্থিত ছিলেন মেলাঘর পুর পরিষদের চেয়ারপার্সন অনামিকা ঘোষ রায় পাল, চার নং ওয়ার্ডের কাউন্সিলার গোপাল ঘোষ, মেলাঘরের ডেপুটি কালেক্টর অনিশ দেবনাথ, জম্পুই জলার ইউথ প্রোগ্রাম অফিসার হরি কুমার দেববর্মা প্রমুখ।অনুষ্ঠানে পৌরহিত্য করেন মহকুমা ক্রীড়া আধিকারিক মধুসুধন দেববর্মা।

বিভিন্ন রাজ্যের যুবক যুবতীরা ট্র্যাকিং করে এলাকার বিভিন্ন পথ অতিক্রম করে। তাছাড়াও কায়াকিং করে বহি:রাজ্যের যুবক-যুবতীরা ভীষন আনন্দ উপভোগ করেন। দপ্তরের ক্রীড়া শিক্ষক তথা পর্বতারোহী প্রনব অখণ্ডের নেতৃত্বে এবং স্থানীয় ক্রীড়া শিক্ষক ও সমাজ সেবী যুবকদের সহযোগিতায় এই কর্মসূচি সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। যুব উৎসবের এডভেঞ্চার কর্মসূচি সুশৃঙ্খলভাবে সুসম্পন্ন হওয়ায় মহকুমা স্কুল স্পোর্টস বোর্ডের যুগ্ম সচিব আবু তাহের মজুমদার সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *