আগরতলা, ২৮ ফেব্রুয়ারি : আমরণ অনশনে বসার পূর্বে রাজবাড়ির দীর্ঘ প্রাচীন মঙ্গলচন্ডীর মন্দিরে পূজো দিলেন তিপ্রামথার প্রাক্তন সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন। তারপর তিনি বড়মুড়ার উদ্দ্যেশে রওয়না দিয়েছেন।
প্রসঙ্গত, সাংবিধানিক সমাধানের দাবিতে আজ বড়মুড়ার পাদদেশে বসে আমরণ অনশন করা হবে। তাদের দাবী পূরণের জন্য বারে বারে কেন্দ্র সরকারের সাথে আলোচনা করেও,কোন ইতিবাচক সাড়া না পাওয়াতে হতাশ হয়ে,এই আন্দোলনের পথে যাচ্ছে বলে জানিয়েছিলেন প্রদ্যুৎ ।