উত্তর ২৪ পরগনা, ২৭ ফেব্রুয়ারি, (হি.স.): সন্দেশখালি যাওয়ার পথে বাধার মুখে পড়তে হল কংগ্রেস প্রতিনিধি দলকেও। সৌম্য আইচের নেতৃত্বে সন্দেশখালি যাচ্ছিল কংগ্রেসের প্রতিনিধি দল। তবে ন্যাজাটের কাছে আখড়াতলা পোলে আটকে দেওয়া হয়েছে কংগ্রেসকে।
গত কদিন ধরেই বিজেপি, সিপিএমের তরফে সন্দেশখালি যাওয়ার চেষ্টা করলেই পুলিশ বাধা দিচ্ছে। বিষয়টি গড়িয়েছে হাইকোর্ট পর্যন্ত। এদিনও বাধা পেয়ে পুলিশের কাছে সৌম্য কৈফিয়ৎ চান, ঠিক কী কারণে তাঁর পথরোধ করা হচ্ছে? তৃণমূল নেতা-মন্ত্রীরা সন্দেশখালি যেতে পারলে কংগ্রেস প্রতিনিধিরা কেন পেতে পারবেন না? পুলিশের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে সৌম্য বলেন, পশ্চিমবঙ্গকে জেলখানায় পরিণত করা হয়েছে। ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক অল্প কথায় দায়সাড়া উত্তর দিয়ে এড়িয়ে যান। শেষ পর্যন্ত কংগ্রেস প্রতিনিধিরা গন্তব্যে যেতে পারেননি।
প্রসঙ্গত, এদিন এর আগে সন্দেশখালি যাওয়ার কর্মসূচি ছিল আইএসএফ বিধায়ক
নৌশাদ সিদ্দিকির। সায়েন্স সিটির কাছে আটকে দেওয়া হয় তাঁকে। তারপর গ্রেফতার করা হয় আইএসএফ বিধায়ক। বিকেলের পর অবশ্য তাঁকে ছেড়ে দেওয়া হয়।