ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৭ ফেব্রুয়ারি।। বিলোনিয়া বিদ্যাপীঠ স্কুল মাঠে চলছে এখন সন্তোষ স্মৃতি সিনিয়র সীমিত ওভারের ক্রিকেট টুর্নামেন্ট। বিলোনিয়া ক্রিকেট এসোসিয়েশন আয়োজিত টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী মঙ্গলবার মাঠে নামে ওরিয়েন্টাল ক্লাব ও এস ভি এস সি জয়পুর। দিনের ম্যাচে প্রতিপক্ষকে ৬৫ রানে হারিয়ে জয় ছিনিয়ে নেয় ওরিয়েন্টাল ক্লাবের ক্রিকেটার। এদিন সকালে ওরিয়েন্টাল ক্লাব টসেটিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে সাতজন ব্যাটসম্যানকে হারিয়ে সংগ্রহ করে ১৮২ রান। মূলত প্রথম সারির চার ব্যাটসম্যানের হাত ধরেই ইনিংসে এই রান তুলতে সক্ষম হয় ওরিয়েন্টাল। ওপেনিং জুটির দুই ব্যাটসম্যান তন্ময় দাস (২৯) ও প্রাঞ্জল দেব (৩৩) ছাড়াও দলকে লড়াই করার মত রানে পৌঁছে দেয় শুভম দাস(৪৫) ও অরূপ দত্ত(৪৮)। পরাজিত দলের বোলারদের মধ্যে ইনিংসের দুটি করে উইকেট নেয় সাগর ভৌমিক ও শুভ বণিক। জবাবে জয়ের জন্য জয়পুর ১৮৩ রানের টার্গেট নিয়ে সাতজন ব্যাটসম্যানকে হারিয়ে মাত্র ১১৭ রান তুলতে সক্ষম হয়। দলের প্রথম সারির ব্যাটসম্যানরা ব্যাট হাতে নিয়ে চূড়ান্ত ব্যর্থতার পরিচয় দিলেও মিডেল অর্ডারে বিশ্বজিৎ মিত্র (২৪) অমিত ঘোষ (১৮*) ও অভিজিৎ রায় (১৮*) কিছুটা লড়াই করে দলকে জঘন্য পরাজয়ের হাত থেকে রক্ষা করে। জয়ী দলের বোলারদের মধ্যে ইনিংসে দুটি করে উইকেট নেন জয়ন্ত পাঠারি ও অরূপ দত্ত।
2024-02-27