ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৭ ফেব্রুয়ারি।। কোয়ার্টার ফাইনালে উঠলো ধলাই একাদশ এবং ইমন স্টার। আয়েত আলি স্মৃতি ক্রিকেট আসরে। মঙ্গলবার স্পোর্টিং অ্যাসোসিয়েশন মাঠে হয় দুটি ম্যাচ। দিনের প্রথম ম্যাচে ধলাই একাদশ ১১১ রানে পরাজিত করে ওয়ি আর বেস্ট একাদশকে। সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে ধলাই একাদশ ২০২ রান করে। দলের পক্ষে শ্রীদাম পাল ৩৫ বল খেলে ২ টি বাউন্ডারি ও ১২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৯১ এবং জয়কিষান সাহা ১৬ বল খেলে ৪ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩৫ রান করেন। জবাবে খেলতে নেমে ওয়ি আর বেস্ট একাদশ ৯১ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে বাহার মিঁয়া ২১ রান করেন। ধলাই একাদশের পক্ষে ইন্দ্রজিৎ দেবনাথ১৬ রানে ৩ টি উইকেট দখল করেন। দুপুরে অপর ম্যাচে ইমন স্টার ২৪ রানে পরাজিত করে রয়েল স্টার দলকে। টসে জয়লাভ করে প্রথমে ব্যাট করতে নেমে ইমন স্টার ১৭৪ রান করে। দলের পক্ষে সুরজিৎ মুন্ডা ২৫ বল খেলে ৯ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৬৩ রান করেন। জবাবে খেলতে নেমে রয়েল স্টার ১৫০ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে রতন জমাতিয়া ৩৮, মহেন্দ্র কানারে ৩৩ রান করেন।
2024-02-27