আগরতলা, ২৭ ফেব্রুয়ারি: অযোধ্যায় প্রভু শ্রী রামের দর্শনের উদ্দেশ্যে রাজ্যের তীর্থযাত্রীদের নিয়ে যাত্রা শুরু করে আরও একটি আস্থা স্পেশাল ট্রেন। আজ সকালে আগরতলা রেল স্টেশন থেকে এই বিশেষ ট্রেনের সূচনা করেছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ মানিক সাহা।
এদিন মুখ্যমন্ত্রী আগরতলা রেল স্টেশনে কয়েকজন তীর্থযাত্রীর সাথে কথাবার্তা বলেন।
এদিন মুখ্যমন্ত্রী বলেন, ত্রিপুরার জনগণের জন্য বিশেষ ট্রেনের এই সুবিধা প্রদানের জন্য তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন।