ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৬ ফেব্রুয়ারি।। ত্রিপুরা টেনিসের জন্য গৌরবোজ্জ্বল দিন। দু দুটো টুর্নামেন্টে রানার্সআপ খেতাব। গুটি গুটি পায়ে এগুচ্ছে ত্রিপুরার টেনিস। এর মধ্যে এ ধরনের দারুন সাফল্যে দারুন খুশি ত্রিপুরা টেনিস এসোসিয়েশন এর কর্মকর্তারা। ২৪ ও ২৫ ফেব্রুয়ারি আসামের হাইলাকান্দি টেনিস ক্লাব আয়োজিত ক্লাব টেনিস টুর্নামেন্ট এবং আমেরিকান টেনিস টুর্নামেন্টে ত্রিপুরার ৩ সদস্য বিশিষ্ট একটি দল অংশ নিয়েছিল। ক্লাব টেনিস আসরে ফাইনাল পর্যায়ে ত্রিপুরা দল শিলচরের কাছে ৬-৩ সেটে হেরে রানার্সআপ খেতাব পেয়েছে। এই টুর্নামেন্টে প্রথম রাউন্ডের খেলায় শিলচরের অপর একটি দলকে ৬-১ সেটে হারিয়ে প্রি-কোয়ার্টার ফাইনালে করিমগঞ্জকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠে। শেষ চারে পৌঁছানোর লড়াইয়ে ত্রিপুরা দল ফের করিমগঞ্জকে ৬-২ সেটে হারিয়ে সেমিফাইনালে প্রবেশ করে। গুরুত্বপূর্ণ সেমিফাইনালের লড়াইয়ে আয়োজক হাইলাকান্দিকে ৬-৫ সেটে হারিয়ে ফাইনালে উন্নীত হয়। এদিকে আমেরিকান টেনিসে চূড়ান্ত পর্যায়ের খেলায় ০-৬ সেটে হেরে রানার্স আপ খেতাব পায়। ত্রিপুরা সেমিফাইনালে ৬-৫ সেটে জয়ী হয়ে ফাইনালে প্রবেশ করেছিল। উল্লেখ্য, ত্রিপুরা দলের খেলোয়াড়রা ছিলেন বিকি দেববর্মা, অমিত রিয়াং এবং মনোরঞ্জন দেববর্মা। ত্রিপুরা টেনিস এসোসিয়েশনের পক্ষ থেকে সচিব সুজিত রায় সাফল্য অর্জনকারী ত্রিপুরা দলের খেলোয়াড়দের অভিনন্দন জানিয়েছেন।
2024-02-26