রাঁচি, ২৬ ফেব্রুয়ারি (হি.স.) : ইংল্যান্ডের বিরুদ্ধে ৩-১ সিরিজে এগিয়ে গেল রোহিত শর্মার ভারতীয় দল। এই জয়ের পর আইসিসি বিশ্ব টেস্ট র্যাঙ্কিংয়ে আরও ভালো জায়গায় পৌঁছে গেল ভারত। এখনও শীর্ষস্থানে আছে নিউজিল্যান্ড। তবে দুই নম্বরে থাকা ভারত ইংল্যান্ডকে হারিয়ে ব্যবধানটা অনেকটাই কমিয়েছে। ২০২৩-২৫ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ পর্যায়ে ৮টি টেস্টের মধ্যে ৫টিতে জিতেছে ভারত। হার মাত্র দুই টেস্টে। একটি টেস্ট ড্র হয়েছে। ফলে ভারতের পয়েন্ট ৬২। পয়েন্টের শতাংশ ৬৪.৫৮। এদিকে শীর্ষে থাকা নিউজিল্যান্ড ৪টি টেস্টের মধ্যে ৩টি টেস্ট জিতেছে। হার মাত্র একটি টেস্টে। ফলে নিউজিল্যান্ডের পয়েন্ট ৬৩ হলেও তাদের পয়েন্টের শতাংশ ৭৫.০০।
2024-02-26

