ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৬ ফেব্রুয়ারি।। জয় পেলো সরকার ভ্যারাইটিজ এবং ট্রেভেলস। ৯২ রানে পরাজিত করলো মর্ণিং একাদশকে। অটল কাপ ক্রিকেট প্রতিযোগিতায়। সিমনার ২ মন্ডল কমিটির উদ্যোগে হচ্ছে আসর। ৬৪ দলকে নিয়ে রবিবার থেকে শুরু হয়েছিলো আসর। মোহনপুর স্কুল মাঠে সোমবার দ্বিতীয় দিনে সরকার ভ্যারাইটিজ এবং ট্রেভেলস প্রথমে ব্যাট নিয়ে ১৫৮ রান করে। দলের পক্ষে ভিকি ১৭ বল খেলে ২ টি বাউন্ডারি ও ৫ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৪৪, রাসেল ২১ বল খেলে ৬ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৪১ এবং নবীন ১১ বল খেলে ১ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৪ (অপ:) রান করেন। মর্ণিং একাদশের পক্ষে বাবুল দেবনাথ ২৩ রানে এবং ছানা কর্মকার ৩০ রানে ৩ টি করে উইকেট দখল করেন। জবাবে খেলতে নেমে মর্ণিং একাদশ ৬৬ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে সুমন দেবনাথ ১০ বল খেলে ৫ টি বাউন্ডারির সাহায্যে ২২ রান করেন। রবিবার আসরের উদ্বোধনী ম্যাচে ভোলাগিরি একাদশ ৪ রানে পরাজিত করে সিমনা একাদশকে। এর আগে আসরের উদ্বোধন করেছিলেন মন্ত্রী রতন লাল নাথ। প্রসঙ্গত: আসরের চ্যাম্পিয়ন ও রানার্স দল পাবে যথাক্রমে পালসার বাইক এবং স্কুটি।