নয়াদিল্লি, ২৬ ফেব্রুয়ারি (হি.স.) : পঙ্কজ উধাসের প্রয়াণে সঙ্গীত জগতে এক শূন্যতা সৃষ্টি হয়েছে যা কখনও পূরণ হওয়ার নয়, সোমবার জনপ্রিয় গজল শিল্পী পঙ্কজ উদাসের মৃত্যুতে শোকপ্রকাশ করে একথা লিখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি এদিন সামাজিক মাধ্যম এক্স-এ পোস্ট করে শ্রদ্ধা জানিয়েছেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্স পোস্টে লিখেছেন, ” আমরা পঙ্কজ উদাস জির মৃত্যুতে শোক জানাচ্ছি, ওঁনার গানের মাধ্যমে ভিন্ন ভিন্ন আবেগ প্রকাশ পেয়েছে এবং ওঁনার গজলের মাধ্যমে সরাসরি আত্মার সঙ্গে সংযোগ স্থাপন হয়েছে। তিনি ছিলেন ভারতীয় সঙ্গীতের আলোকবর্তিকা, যাঁর সুর প্রত্যেক প্রজন্মের মানুষ পছন্দ করেছে। আমি ওঁনার সঙ্গে সাক্ষাৎ-এর বিভিন্ন মুহুর্তের কথা স্মরণ করছি। ওঁনার প্রয়াণে সঙ্গীত জগতে এক শূন্যতা সৃষ্টি হয়েছে যা কখনও পূরণ হওয়ার নয়। সঙ্গীত শিল্পীর পরিবার ও ভক্তদের প্রতি সমবেদনা জানাচ্ছি। ওম শান্তি।