BRAKING NEWS

জিরানিয়ায় টি-‌২০ ক্রিকেটের ফাইনালে

আজ অ্যাথলেটিক্স ক্লাব-নেতাজি সঙ্ঘক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৫ ফেব্রুয়ারি।। ফাইনালে উঠলো রেশম বাগান অ্যাথলেটিক্স ক্লাব এবং নেতাজি সুভাষ সঙ্ঘ। সোমবার হবে খেতাব নির্ণায়ক ম্যাচটি। আগামীকাল সকাল ৯ টায় শুরু হবে ফাইনাল ম্যাচ। মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত সিনিয়র টি-‌২০ ক্রিকেটের। রবিবার রাণীরবাজার স্কুল মাঠে হয় দুটি সেমিফাইনাল ম্যাচ। তীব্র উত্তেজনাপূর্ণ দিনের প্রথম সেমিফাইনাল ম্যাচে রেশম বাগান অ্যাথলেটিক্স ক্লাব ২ রানে পরাজিত করে রয়েল ক্লাবকে। সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট করতে নেমে রেশম বাগান অ্যাথলেটিক্স ক্লাব ১৩৮ রান করে। দলের পক্ষে অপন দাস ৫৮ বল খেলে ৬ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৫৯ এবং কৌশিক দাস ৭ বল খেলে ১৫ রান করেন। জবাবে খেলতে নেমে রয়েল ক্লাব ১৩৬ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে নিলেশ গোস্বামী ২২ বল খেলে ২ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৪, সুশান্ত দেবনাথ ১৫ বল খেলে ২ টি বাউন্ডারি ও ১ টি ওভ৪র বাউন্ডারির সাহায্যে ২০, দেবাঙ্কর দেবনাথ ২৪ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ১৯ রান করেন। রেশম বাগান অ্যাথলেটিক্স ক্লাবের পক্ষে চিরঞ্জীৎ পাল ২৭ রানে ৩ টি উইকেট দখল করেন। দুপুরে দ্বিতীয় সেমিফাইনালে নেতাজি সুভাষ সঙ্ঘ ৪ উইকেটে পরাজিত করে টাইগার ক্লাবকে। টসে জয়লাভ করে টাইগার ক্লাব মাত্র ৬৯ রান করতে সক্ষম হয় ব্যাটিং ব্যর্থতায়।দলের পক্ষে প্রশান্ত চন্দ ২২ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১৭ রান করেন। দলের আর কোনও ব্যাটসম্যান ২২ গজে রুখে দাড়াতে পারেননি। দল অতিরিক্ত খাতে পায় ১৬ রান। নেতাজি সুভাষ সঙ্ঘের পক্ষে সুরজ সিনহা ৮ রানে ৫ টি উইকেট দখল করেন। জবাবে খেলতে নেমে নেতাজি সুভাষ সঙ্ঘ ১০ ওভারে ৬ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। দলের পক্ষে বিশাল সাহা ১৩ বল খেলে ৩ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২০ এবং ওপেনার বাপন বনিক ১০ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ১৪ রান করেন। টাইগার ক্লাবের পক্ষে আশিষ চন্দ ১৩ রানে এবং লিঙ্কন দাস ২৩ রানে ২ টি উইকেট দখল করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *