দেহরাদূন, ২৫ ফেব্রুয়ারি (হি.স.) : প্রধানমন্ত্রী মোদী মন কি বাতের মাধ্যমে মানুষের হৃদয় ছুঁয়েছেন, রবিবার এই মন্তব্য করেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। রবিবার ধামি উত্তরাখণ্ডের দেহরাদূনের হারশিল এনক্লেভে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রেডিও অনুষ্ঠান “মন কি বাত”-এর সর্বজনীন স্ক্রীনিংয়ের উদ্বোধন করেছিলেন। এই অনুষ্ঠানেই ধামি বলেন যে প্রধানমন্ত্রী মোদী মন কি বাতের মাধ্যমে মানুষের হৃদয় ছুঁয়েছেন।
মন কি বাতের ১১০-তম পর্ব শোনার পরে মুখ্যমন্ত্রী ধামি বলেন, প্রধানমন্ত্রী আবারও তাঁর শক্তিশালী চিন্তাভাবনা দিয়ে দেশবাসীর হৃদয় স্পর্শ করেছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী মান-কি-বাত অনুষ্ঠানে বিভিন্ন ধরনের প্রসঙ্গ তুলে ধরেছিলেন। ১৮ বছর পূর্ণ হওয়া তরুণ ভোটারদের উৎসাহ দিতে প্রধানমন্ত্রী বলেছেন, ‘আমার প্রথম ভোট দেশের জন্য।’ তিনি বলেন, এটা অবশ্যই নতুন ভোটারদের উৎসাহিত করবে। এদিনের অনুষ্ঠানে ধামি আরও বলেন, আজ আমরা সবাই এমন একটি অনুষ্ঠানের অংশ হয়েছি, যার নাম ‘মান-কি-বাত’। কিন্তু প্রকৃত অর্থে এটি মানুষের বিষয়, এটি দেশের গর্বের বিষয়, ভারত মাতার গৌরব এবং সম্মানের বিষয়।
মুখ্যমন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর এই মান-কি-বাত অনুষ্ঠানে অন্তর্ভুক্ত সমস্ত বিষয় জনসচেতনতার একটি শক্তিশালী মাধ্যম হয়ে উঠেছে। এরফলে নাগরিকদের উপর খুবই ইতিবাচক প্রভাব ফেলেছে। তিনি বলেন, আমাদের উত্তরাখণ্ডের অনেক সেলিব্রিটি, পর্যটন স্থান ইত্যাদিও সময়ে সময়ে মন কি বাতে স্থান পেয়েছে এরফলে সারা বিশ্বের মানুষ আমাদের লোকসংগীত, আমাদের লোক সংস্কৃতির সঙ্গে পরিচিত হয়েছেন।

