কৈলাসহর, ২৫ ফেব্রুয়ারি: বড় ভাইয়ের মেয়েকে পেটালো কাকা। ঘটনাটি ঘটেছে রবিবার দুপুর বেলা দেওরাছড়া ১ নং ওয়ার্ড এলাকায়।
জানা যায় ওই এলাকার বাসিন্দা শহীদ খা আজ দুপুর বেলা উনার বাড়িতে একটি গাছ কাটছিলেন। খবর পেয়ে বনদপ্তরের কর্মীরা ছুটে যায় শহীদ খার বাড়িতে। যাওয়ার পর দেখা যায় অবৈধভাবে চেরাই মেশিন দিয়ে গাছ কাটছে শহীদ খা।
বনদপ্তরের কর্মীরা বলেন এভাবে গাছ কাটা নিষিদ্ধ এবং তারা জিজ্ঞাসাবাদ করেন কেন এভাবে গাছ কাটা হচ্ছে। এরপর বনদপ্তরের কর্মীরা ঘটনাস্থল থেকে চলে যায়। পরবর্তী সময় শহীদ খা তার বড় ভাই সুলতান খার বাড়িতে প্রবেশ করে। সুলতান খার মেয়ে সিফারুন বেগমকে বেধড়ক ভাবে মারপিট চালায়।
পরবর্তীকালে শহীদ খার পরিবারের অন্যান্য সদস্যরা শহীদ খাকে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় মারপিটের ঘটনায় বলে অভিযোগ। পরবর্তী সময়ে চিৎকার চেঁচামেচি শুনতে পেরে স্থানীয়রা এসে ঘটনাস্থলে ভির জমায়।
এই মারপিট করার ফলে গুরুতরভাবে আহত হয় শিফারুন নেসা। পরবর্তী সময় সিফারুন নেসাকে চিকিৎসার জন্য কৈলাশহর ঊনকোটি জেলা হাসপাতালে নিয়ে আসা হয়। বর্তমানে সংকটজনক অবস্থায় কৈলাসহর ঊনকোটি জেলা হাসপাতালে চিকিৎসাধীন সিফারুন নেসা।
উক্ত বিষয় নিয়ে রবিবার দুপুর বেলা সুলতান খান কৈলাসহর মহিলা থানায় শহীদ খা সহ তার পরিবারের মোট পাঁচজনের বিরুদ্ধে একটি লিখিত আকারে অভিযোগ দায়ের করে ।পুলিশ অভিযোগ মূলে ঘটনার তদন্ত শুরু করেছে। শহীদ খা অনুমান করেছিলেন যে উনার বড় ভাই সুলতান খা উনার বাড়িতে বনদপ্তর এর কর্মীদেরকে এনেছেন ।আর তার ঐ রেশ ধরে আজকের এই ঘটনাটি ঘটে।উক্ত ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গুটা এলাকায়।