লাদাখ, ২৫ ফেব্রুয়ারি (হি.স.) : জম্মু কাশ্মীরের লাদাখে ৩.০ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, রবিবার জম্মু কাশ্মীরের লাদাখে ৩.০ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। যদিও কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি সামাজিক মাধ্যম এক্স-এ পোস্ট করে জানিয়েছে, লাদাখে রবিবার সকাল ১১টা ৪৮ মিনিটে ভূমিকম্প হয়। এনসিএস এক্স পোস্টে জানায় যে, রবিবার সকাল ১১.৪৮ নাগাদ ৫ কিমি গভীরতা সম্পন্ন ভূমিকম্প অনুভূত হয়। যার অক্ষাংশ ছিল ৩৩.৩৪।
এর আগে গত সোমবার সকালে জম্মু ও কাশ্মীরের কিশতওয়ার অঞ্চলে ৩.৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছিল। এই তথ্যও ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি সূত্রে জানা গিয়েছিল।