কলকাতা, ২৫ ফেব্রুয়ারি : শেষ হল পাঁচ দিনের স্বামী বিবেকানন্দ ইন্ডিয়ান আর্ট এন্ড কালচার ফ্যাস্টিভ্যাল ২০২৪ । রবিবার শেষ দিনের উৎসবে বাঁশির সুরে সকলকে মোহিত করলেন প্রখ্যাত বংশীশিল্পী অশোক কুমার কর্মকার । এদিনের অনুষ্ঠানে তবলায় তাঁকে যোগ্য সঙ্গত করেন বিশিষ্ট তবলা বাদক সিদ্ধার্থ ভট্টাচার্য ।
গত ২১ ফেব্রুয়ারি রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দিরের উদ্যোগে বেলুড় মঠের (স্বায়ত্তশাসিত কলেজ) হুগলি রিষড়ার রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দিরের বোস হাউস শিক্ষাঙ্গনে শুরু হয়েছিল পাঁচদিনের আন্তর্জাতিক সেমিনার এবং সাংস্কৃতিক উৎসবের । যা শেষ হল আজ । রবিবার শেষ দিনের উৎসবে বাঁশির সুরে সকলকে মোহিত করলেন প্রখ্যাত বংশীশিল্পী অশোক কুমার কর্মকার । এদিনের অনুষ্ঠানে প্রথমে রাগ কিরমানি – আলাপ, জোড়ের পর শিল্পী রূপক তালের মধ্যলয়ে ও পরে ত্রিতালে দ্রুত ও অতি দ্রুতলয়ে বন্দিশ, লয়কারি ও সওয়াল – জবাব পরিবেশন করেন। সমাপ্তিতে একটি বিখ্যাত ভজন ‘পায়োজি ম্যায়নে রাম রতন ধন পায়ো’ বাজিয়ে শ্রোতাদের মুগ্ধ করেন। এদিনের অনুষ্ঠানে তবলায় তাঁকে যোগ্য সঙ্গত করেন বিশিষ্ট তবলা বাদক সিদ্ধার্থ ভট্টাচার্য ।
এদিন সর্বাঙ্গ সুন্দর অনুষ্ঠান শেষে উচ্চাঙ্গ সঙ্গীতের এই আসরে একক অনুষ্ঠান করার জন্য তাঁকে আমন্ত্রণ করায় আয়োজকগনকে ধন্যবাদ জানিয়েছেন শিল্পী । সেইসঙ্গে তিনি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছেন সঙ্গীত শিল্পী ডঃ প্রদীপ চক্রবর্তী, (পন্ডিতরবিশংকরজীর শিষ্য), প্রয়াত বাঁশীর যাদুকর পন্ডিত হিমাংশু বিশ্বাস, প্রয়াত ডক্টর দীপক চৌধুরি, প্রয়াত পণ্ডিত বিশ্বনাথ সুর সহ তাঁর সকল গুরুদের ।