নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ ফেব্রুয়ারি: মোটর ভিহিকেলস আইন অমান্য করাতে তিনজনকে গ্রেপ্তার করলো দেবাদরু ফাঁড়ী থানার পুলিশ। দেবদারু ফাঁড়ী থানার ওসি বকুল রিয়াং এর নেতৃত্বে প্রতিনিয়ত নানান অভিযান চালানোহয়।
রাজ্যে প্রতিনিয়ত কোথাওনা কোথাও দুর্ঘটনা ঘটে যাচ্ছে। এইদুর্ঘটনা এরাতে প্রতিনিয়ত কাজকরেযাচ্ছে দেবদারু ফাঁড়ী থানার ওসি বকুল রিয়াং। বকুল রিয়াং এর নেতৃত্বে শনিবার দেবদারু এলাকায় বিশেষ চেকিংএ বসে।
এরমধ্যে মোটর ভেইকেল আইন অমান্যকরায় তিনজনকে গ্রেপ্তার করলো দেবদার ফাঁড়ী থানার পুলিশ। জানাযায় মদ্যপানকরে বাইক চালানোর জন্য তিনজকে গ্রেপ্তার করে তিনজনের বিরুদ্ধে হাতে একটি মামলা নিলো দেবদারু ফাঁড়ী থানার পুলিশ। অভিযুক্তদের বিরুদ্ধে ২০২ মোটর ভেইকেলস এক্ট, ১৮৫ মোটর ভেইকেলস এক্টে মামলা হাতে নিলো দেবদারু ফাঁড়ী থানার ওসি। জানাযায় দেবদারু ফাঁড়ী থানার এইধরনের অভিযান আগামীদিনেও জারিথাকবে।