BRAKING NEWS

সপ্তম উত্তর পূর্বাঞ্চল যুব উৎসব শুরু ২৬ শে ফেব্রুয়ারি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ ফেব্রুয়ারি:  সপ্ততম উত্তর পূর্বাঞ্চল যুব উৎসব , আগামী ২৬ ফেব্রুয়ারি থেকে শুরু হবে চার দিনব্যাপী এই সপ্তম উত্তর পূর্বাঞ্চল যুব উৎসবের উদ্বোধন হবে রাজধানীর পূর্বাশা আরবান হাট প্রাঙ্গনে। 

এনিয়ে,শনিবার শিক্ষা ভবনের কনফারেন্স হলে এক সাংবাদিক সম্মেলন করে,উৎসবের বিষয়ে বিস্তারিত তুলে ধরেন,রাজ্যের  যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী টিংকু রায়। 

তিনি সাংবাদিক সম্মেলনে তিনি জানান, উদ্বোধনের আগে দুপুর ২ টায় আয়োজিত হবে এক বর্ণাঢ্য র‍্যালি। এই র‍্যালিটি রবীন্দ্র শতবার্ষিকী ভবন প্রাঙ্গন থেকে শুরু হয়ে রাজধানীর  বিভিন্ন পথ পরিক্রমা করে পূর্বাশার আরবান হাট প্রাঙ্গনে এসে সমাপ্ত হবে। 

এই যুব উৎসবে ত্রিপুরা সহ উত্তর পূর্বাঞ্চলের ৮টি রাজ্যের ৮৪৫ জন প্রতিনিধি এই যুব উৎসবে অংশ নেবেন। তাদের মধ্যে ২৪৬ জন যুবক ও ১৭৬ জন যুবতী। সপ্তম উত্তর পূর্বাঞ্চল যুব উৎসবে যোগা, লোক নৃত্য, মার্শাল আর্ট, পেইন্টিং, ফটোগ্রাফী, বাদ্যযন্ত্র, লোক সংগীত ইত্যাদি বিষয়ে প্রতিযোগীতামূলক অনুষ্ঠান হবে।

  এই অনুষ্ঠানগুলো পূর্বাশা আরবান হাট প্রাঙ্গন, নজরুল কলাক্ষেত্র, টাউনহল ও রবীন্দ্র শতবার্ষিকী ভবনে অনুষ্ঠিত হবে। ২৫ ফেব্রুয়ারি আগরতলার ভগৎ সিং যুব আবাসে উৎসবে অংশগ্রহণকারীগণের নাম নথিভূক্ত করা হবে। সাংবাদিক সম্মেলনে ক্রীড়ামন্ত্রী জানান, আগামী ২৯ ফেব্রুয়ারি বিকাল ৪টায় স্বামী বিবেকানন্দ ময়দানে এই যুব উৎসবের সমাপ্তি ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হবে।মন্ত্রী ছাড়াও  সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন যুববিষয়ক ও ক্রীড়া দপ্তরের সচিব প্রদীপ কুমার চক্রবর্তী ও অধিকর্তা এস বি নাথ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *