ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৪ ফেব্রুয়ারি।। এবারকার নর্থ-ইস্ট অলিম্পিক গেমস ত্রিপুরা টেবিল টেনিস এসোসিয়েশনের উদ্যোগে রাজ্য টেবিল টেনিস দল গঠন করা হচ্ছে। এই উপলক্ষে অংশগ্রহণে ইচ্ছুক খেলোয়ারদের আগামী ৩ মার্চ বেলা সাড়ে ১০টায় এন এস আর সি সি-র টেবিল টেনিস হল-এ সিলেকশন ট্রায়ালের জন্য রিপোর্ট করতে বলা হয়েছে। মার্চের মাঝামাঝি সময়ে নাগাল্যান্ডে অনুষ্ঠিতব্য তৃতীয় বারের মতো নর্থ ইস্ট অলিম্পিক গেমসে রাজ্য টেবিল টেনিস দল অংশ নেবে বলে দল গঠন করা হচ্ছে। ত্রিপুরা টেবিল টেনিস এসোসিয়েশন এর পক্ষ থেকে সম্পাদক অজয় দত্ত এক বিবৃতিতে এ খবর জানিয়েছেন।
2024-02-24