নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ ফেব্রুয়ারি: পশ্চিমবঙ্গের সন্দেশখালীর ঘটনায় এক প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে রাজ্যে। সন্দেশখালিতে মহিলাদের নির্মম অত্যাচারের প্রতিবাদ জানিয়ে শনিবার রাজধানী আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করে বিবেকানন্দ বিচার মঞ্চ অনুমোদিত মজদুর মনিটরিং সেল।
এদিন এক প্রতিবাদ মিছিল শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে। এদিনের এই বিক্ষোভ মিছিল থেকে সন্দেশখালির ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন মজদুর মনিটরিং সেলের কর্মীরা।