মোরাদাবাদ, ২৪ ফেব্রুয়ারি (হি.স.): নতুন করে উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে উত্তর প্রদেশের মোরাদাবাদ থেকে শুরু হয়েছে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা। শনিবার রাহুলের ন্যায় যাত্রায় মোরাদাবাদ থেকে অংশ নেন প্রিয়াঙ্কা গান্ধী বঢরাও। হুডখোলা গাড়িতে চেপে রাস্তার দুই ধারে উপস্থিত মানুষজনের উদ্দেশ্যে হাত নাড়েন রাহুল ও প্রিয়াঙ্কা।
দিল্লি থেকে শনিবার সকালেই মোরাদাবাদের উদ্দেশ্যে রওনা হন রাহুল গান্ধী। সেখানে রাহুলদের জন্য অপেক্ষায় ছিলেন বিপুল সংখ্যক কংগ্রেস কর্মী-সমর্থকরা। রাহুল মোরাদাবাদ পৌঁছলে শুরু হয় ভারত জোড়ো ন্যায় যাত্রা, এই যাত্রায় অংশ নেন কংগ্রেসের সাধারণ সম্পাদিকা প্রিয়াঙ্কাও।