আগরতলা শহরের প্রতিটি পুকুরের সৌন্দর্যায়নের কাজ হাতে নিয়েছে পুর নিগম : মেয়র

আগরতলা, ২৪ ফেব্রুয়ারি : আগরতলা শহরের প্রতিটি পুকুরের সৌন্দর্যায়নের কাজ হাতে নিয়েছে পুর নিগম। শহরের সৌন্দর্যায়ন থেকে শুরু করে, বিভিন্ন নাগরিক পরিষেবার উন্নয়ন এবং নতুন পরিকাঠামো তৈরিতে বহুমুখী পরিকল্পনা নিয়ে কাজ করছে নিগম। আজ আগরতলা নাগেরজলা সর্দার পুকুরের সৌন্দর্যায়নের কাজ পরিদর্শনে গিয়ে একথা বলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার।

এদিন তিনি বলেন, শহরের অনেকগুলি জলশয়ের সৌন্দর্যায়নের কাজ চলছে দ্রুত গতিতে। মিলন চক্র মন্ত্রিবাড়ির পুকুরের সৌন্দর্যায়নের কাজ মুখ্যমন্ত্রীর হাত ধরে শুরু হয়েছিল। যার খরচ ধরা হয়েছে ১ কোটি 20 লক্ষ টাকা।

এদিন তিনি আরও বলেন, শহরের সৌন্দর্যায়ন থেকে শুরু করে, বিভিন্ন নাগরিক পরিষেবার উন্নয়ন পরিকল্পনা নিয়ে কাজ করছে নিগম। আগামী এক মাসের মধ্যে ওই প্রকল্পের উদ্বোধন হতে পারে।