কুমারঘাটে উদ্বোধন হল পাবলিক হেলথ ইউনিটের

নিজস্ব প্রতিনিধি, কুমারঘাট, ২৪ ফেব্রুয়ারি:  মহকুমা স্বাস্থ্য আধিকারিকের আয়োজনে শনিবার কুমারঘাট মহকুমা হাসপাতালে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে উদ্বোধন হয় সরকারি ব্লক পাবলিক হেলথ ইউনিটের। ৪৩ লক্ষ টাকার ব্যায়ে ঊনকোটি জেলার একমাত্র রোগ নির্ণয় কেন্দ্রের শুভ উদ্বোধন হয়। 

অনুষ্ঠানের মধ্য দিয়ে ফিতে কেটে এবং ফলক উন্মোচন এর মধ্য দিয়ে এই রোগ নির্ণয় কেন্দ্রের সূচনা করেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা পাবিয়াছড়া কেন্দ্রের বিধায়ক ভগবান চন্দ্র দাস। কিছুদিন পূর্বে মহকুমা হাসপাতালে চালু হয়েছিল আলট্রাসনোগ্রাফি স্বল্প করেছে উপকৃত হয়েছিলেন মহকুমা বাসি। 

এবার পেয়েছেন ল্যাবরেটরি অতি অল্প খরচে বাইশটিরও বেশি রোগের নির্ণয় প্রক্রিয়া বর্তমানে পেয়ে থাকবেন মহকুমাবাসি। আগামী কয়েক দিন পর মোট ৯৭ ধরনের পরীক্ষা করার সুবিধা পাবেন এলাকার মানুষ। যারা হাসপাতালে ভর্তি অবস্থায় থাকবেন তারা পাবেন বিনামূল্যে পরিষেবা। 

স্বাস্থ্য পরিষেবার ঘাটতির মুখ যাতে দেখে না রাজ্যের মানুষ এই লক্ষ্যেই হাঠছে বর্তমান সরকার উদ্বোধনী মঞ্চে বললেন বিধায়ক ভগবান চন্দ্র দাস এবং স্বাস্থ্য দপ্তরকেও  ধন্যবাদ জ্ঞাপন করেন এই ধরনের প্রাপ্তি মহকুমবাসীর হাতের নাগালে পৌঁছে দেওয়ার জন্য |এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে বিধায়ক ছাড়াও উপস্থিত ছিলেন জেলা স্বাস্থ্য আধিকারিক ডক্টর শঙ্খ শুভ্র দেবনাথ, মহকুমা স্বাস্থ্য আধিকারিক ডক্টর সুরজিৎ চাকমা সহ অন্যান্য চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মী সহ আশা কর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *