কেন্দ্রে পুনরায় নরেন্দ্র মোদীর সরকার ক্ষমতায় আসবে : সাংসদ রেবতী ত্রিপুরা

আগরতলা, ২৪ ফেব্রুয়ারি: কেন্দ্রে পুনরায় নরেন্দ্র মোদীর সরকার ক্ষমতায় আসবে। আজ ঊনকোটি জেলাযা পরিদর্শনে গিয়ে একথা বলেন সাংসদ রেবতী ত্রিপুরা। এদিন তিনি দেওয়াল লিখন কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন।

আজ সাংসদ রেবতী ত্রিপুরা ঊনকোটি জেলার বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। সকালে কৈলাসহর পাইতুর বাজার দুর্গাপুর কাঁচের ঘাট পরিদর্শনে দিয়েছেন তিনি।

এদিন পরিদর্শনকালে উপস্থিত ছিলেন মন্ডল সভাপতি সিদ্ধার্থ দত্ত। প্রাক্তন বিধায়ক ত্রিপুরা ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান মবশ্বর আলী পৌর পরিষদের চেয়ারপারসন চপলা রানী দেবরায়। রাজ্য বিজেপি মহিলা নেত্রী বিলকিস জাহান সহ বিজেপি জেলা সম্পাদক অরুণ সাহা।